ভিক্টোরিয়ার ৩ কিমির মধ্যে সম্পূর্ণ নিষিদ্ধ এই কাজ! কড়া নির্দেশ দিলো হাইকোর্ট

আদালতের নির্দেশ অনুযায়ী, এখন থেকে এই সৌধের ৩ থেকে ৪ কিলোমিটারের মধ্যে উনুন জ্বালানো যাবে না বা কাঠ কয়লা দিয়ে আগুন জ্বালানো যাবে না।

এই নির্দেশের ফলে ভিক্টোরিয়া মেমোরিয়াল সহ অন্যান্য হেরিটেজ সৌধের ক্ষতি রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।

দীর্ঘদিন ধরে পরিবেশবিদরা দাবি করে আসছিলেন যে, ধর্মতলার বাস টার্মিনাস সহ অন্যান্য দূষণের কারণে ভিক্টোরিয়া মেমোরিয়াল ও অন্যান্য হেরিটেজ সৌধের ক্ষতি হচ্ছে।

এই দাবির ওপর ভর করে ২০০৭ সালে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন পরিবেশকর্মী সুভাষ দত্ত। সেইসময় বাস টার্মিনাস তুলে দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট।

পরবর্তীকালে ওই মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। সেখানেও দেশের শীর্ষ আদালত ধর্মতলা থেকে বাস স্ট্যান্ড সরানোর নির্দেশ দেয়। কিন্তু ১২ বছর হয়ে গেলেও সেই নির্দেশ কার্যকর হয়নি।

এই অভিযোগে ফের একবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন পরিবেশ কর্মী সুভাষ দত্ত।

গত শুক্রবার হাইকোর্টের তরফে কলকাতা পুরসভাকে মৌখিকভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে, ভিক্টোরিয়া মেমোরিয়ালের ৩ থেকে ৪ কিলোমিটারের মধ্যে উনুন জ্বালিয়ে রান্না করা যাবে না।

এছাড়াও, ওই অঞ্চলের মধ্যে কোনো অস্থায়ী দোকান বা স্টলে যাতে দূষণ সৃষ্টিকারী কাজ না হয় সেই বিষয়েও নজর রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

আগামী দিনে এই বিষয়ে পুরসভাকে লিখিত নির্দেশও দিতে পারে হাইকোর্ট।

এছাড়াও, ভিক্টোরিয়া চত্বরে সিগন্যালে যাতে যানবাহনগুলি বেশিক্ষণ দাঁড়াতে না পারে সেই বিষয়ে মামলার শুনানিতে মামলাকারী সুভাষ দত্ত আবেদন করেন হাইকোর্টের কাছে।

এর পাশাপাশি তিনি ভিক্টোরিয়ার দিকে গ্রিন করিডোর করার আবেদনও জানিয়েছেন।

এই প্রসঙ্গে তিনি দাবি করেন তাজমহলকে বাঁচাতে যেমন তার আশেপাশে যান চলাচলের নিষিদ্ধ করা হয়েছে, ভিক্টোরিয়ার ক্ষেত্রেও সেটি করা উচিত।

আদালতের এই নির্দেশকে স্বাগত জানিয়েছে পরিবেশবিদরা।

তারা মনে করেন এই নির্দেশের ফলে ভিক্টোরিয়া মেমোরিয়াল সহ অন্যান্য হেরিটেজ সৌধের দীর্ঘায়ু নিশ্চিত হবে।