“মুসলিম স্পিকারের থেকে শপথবাক্য পাঠ করব না!”- BJP-র বিধায়কের মন্তব্যে শুরু বিতর্ক

তেলঙ্গানার রাজ্যপাল তামিলিসাই সৌন্দর্যরাজন সম্প্রতি AIMIM বিধায়ক আকবরউদ্দিন ওয়াইসিকে প্রো-টার্ম স্পিকার মনোনীত করেছেন। এই সিদ্ধান্তের পরই বিতর্ক শুরু হয়।

BJP-র গোসামহলের বিধায়ক টি রাজা সিং এই নিয়োগের বিরোধিতা করেছেন। তিনি বলেছেন, তিনি এবং তার দলের অন্য বিধায়করা এই মুসলিম স্পিকারের থেকে শপথবাক্য পাঠ করবেন না।

টি রাজা সিংয়ের দাবি, মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডিও এই নিয়োগে অসন্তুষ্ট। তবে, মুখ্যমন্ত্রীর তরফে এই দাবির কোনো সত্যতা মেলেনি।

কংগ্রেসের মন্ত্রী ডি শ্রীধর বাবু এই বিতর্কের নিন্দা করেছেন। তিনি বলেছেন, এই নিয়োগে কোনো অনিয়ম নেই। নিয়ম অনুযায়ী, বয়োজ্যেষ্ঠ বিধায়ককেই প্রো-টার্ম স্পিকার করা হয়।

রবিবার সকালে আকবরউদ্দিন ওয়াইসি প্রথম স্পিকার হিসেবে নিজে শপথ নেবেন। এরপর এক এক করে বাকি বিধায়কদের শপথগ্রহণ করাবেন তিনি। দেখা যায়, টি রাজা সিং এবং তার দলের বিধায়করা শপথ নেন কিনা।

এই বিতর্ক তেলঙ্গানার রাজনীতিতে নতুন উত্তাপ সৃষ্টি করেছে। দেখা যায়, এই বিতর্কের জের কতোদিন টানতে পারে।