SPORTS: ১০ ই ডিসেম্বর হবে প্রথম ম্যাচ, জেনে নিন ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের খুঁটিনাটি

বছরের শেষ সিরিজ খেলতে নামছে ভারত। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। গত বছর দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলতে গিয়ে হারতে হয়েছিল, এবার তাই বদলা নিতে চায় ভারত।

তিন ফর্ম্যাটে আলাদা দল

তিন ফর্ম্যাটের তিনটে সিরিজে আলাদা আলাদা দল রেখেছেন নির্বাচকরা। ভবিষ্যতের জন্য দল তৈরি করতে এই সিরিজকেই বেছে নিতে চান নির্বাচকরা। ফলে প্রতিটা প্লেয়ারের কাছে এটা চ্যালেঞ্জের। পাশাপাশি বিশ্বকাপে হারের পর প্রথম সারির প্লেয়াররা এই সিরিজে কামব্যাক করছেন, তাদের দিকেও নজর থাকবে এই সিরিজে।

প্রোটিয়া সিরিজ মানে বরাবরই আকর্ষণ

প্রোটিয়া সিরিজ মানে বরাবরই আকর্ষণ। এবারও তার অন্যথা হবে না। ফলে নজর থাকবে এই সিরিজের দিকে। তবে এই সিরিজ শুরুর আগে সবথেকে বড় ধাক্কা যেটা লেগেছে সেটা হচ্ছে সময় পরিবর্তন। সিরিজ শুরুর কয়েকদিন আগে ম্যাচ শুরুর সময়ে পরিবর্তন আনা হয়েছে। যেহেতু ভারতের কাছে এটা অ্যাওয়ে সিরিজ তাই ভারতীয় সমর্থকদের কাছে এই সিরিজটা একটু আজব সময়ে হবে।

সিরিজের বিস্তারিত

কবে থেকে শুরু হচ্ছে সিরিজ? ১০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে সিরিজ। শেষ হবে ৭ জানুয়ারিতে।

কী কী রয়েছে সিরিজে? এই সিরিজে খেলা হবে তিনটে টি-২০, তিনটে ওডিআই ও দুটো টেস্ট।

কখন থেকে শুরু হবে ম্যাচ? টি-২০ সিরিজের প্রথম ম্যাচটা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যে সাড়ে ৭টা থেকে, বাকি দুটো ম্যাচ শুরু হবে রাত সাড়ে ৮টা থেকে। ওডিআই সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে দুপুর দেড়টা থেকে আর বাকি দুটো ম্যাচ শুরু হবে বিকেল সাড়ে চারটে থেকে। টেস্ট সিরিজ শুরু হবে দুপুর দেড়টা থেকে।

কোথায় দেখা যাবে সিরিজ? পুরো সিরিজটা দেখানো হবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক ও দূরদর্শনে আর অনলাইন স্ট্রিম করা হবে ডিজনি+হটস্টার অ্যাপে।

কোথায় খেলা হবে? মোট পাঁচটা ভেন্যুতে হবে এবারের সিরিজ। যারমধ্যে রয়েছে জোহানেসবার্গ, পার্ল, ডারবান, গিকিবেরহা, কেপ টাউন।
আধিনায়কদের পরিবর্তন

এবার তিনটে সিরিজে তিনজন আলাদা আলাদা অধিনায়ক দলকে নেতৃত্ব দেবেন। টি-২০ সিরিজে রয়েছেন সূর্যকুমার যাদব, ওডিআই সিরিজে কেএল রাহুল আর টেস্ট সিরিজে দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। সিনিয়র প্লেয়াররা টেস্ট সিরিজে ফিরছেন, তবে সামির কামব্যাক নিয়ে সংশয় রয়েছে।