“অসম মায়ানামারের অংশ ছিল!”- সিব্বলের দাবি নিয়ে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা

অসমের ইতিহাস সম্পর্কে অজ্ঞতার পরিচয় দিয়েছেন রাজ্যসভার সাংসদ কপিল সিব্বল। তাঁর মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
গত ৫ ডিসেম্বর সুপ্রিম কোর্টে ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনের ৬এ ধারার বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের করা একটি মামলার শুনানি চলছিল। সওয়াল জবাবের সময় কপিল সিব্বল জানিয়েছিলেন, একসময় অসম মায়ানমারের অংশ ছিল। ১৮২৪ সালে সেটি একটি চুক্তির মাধ্যমে ব্রিটিশদের হাতে তুলে দেওয়া হয়েছিল।
সিব্বলের এই মন্তব্যের পর অসমে বিতর্ক শুরু হয়। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, “অসম কখনও মায়ানমারের অংশ ছিল না। এই ধরনের কোনও তথ্য ইতিহাসে নেই। যাঁরা অসমের ইতিহাসই জানেন না, তাঁদের মন্তব্য না করাই ভালো।”
হিমন্ত বিশ্ব শর্মার মতে, অসম প্রাচীনকাল থেকেই ভারতের অংশ। পাল, কোচ, আহোম, কোচ রাজবংশের মতো ভারতীয় রাজবংশ দ্বারা অসম শাসিত হয়েছে। ১৮২৬ সালে ব্রিটিশরা অসম দখল করে নেয়।
এদিকে, কংগ্রেস নেতা রাহুল গান্ধীরও সমালোচনা করেছেন হিমন্ত বিশ্ব শর্মা। ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারতের হারের পিছনে নরেন্দ্র মোদীকে দায়ি করে অপয়া মন্তব্য করেছিলেন রাহুল। কিন্তু ফাইনাল ম্যাচের দিন ছিল প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মদিন। রাহুলকে পালটা হিসেবে ইন্দিরাকে অপয়া বলেছিলেন অসমের মুখ্যমন্ত্রী।