সাবধান! মদপ্য অবস্থায় গাড়ি চালালেই বিপদ, প্রশাসন জারি করছে নতুন নিয়ম!

প্রায়ই দেখা যায় মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে চালক জরিমানার টাকা দিয়ে ছাড় পেয়ে যান। পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী এবার এই সিস্টেম বদলাতে নড়ে চড়ে বসেছে লালবাজার। আলিপুর বডিগার্ড লাইনসের আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর পুলিশ কমিশনার থানা ও ট্রাফিক গার্ডের ওসিদের নতুন নির্দেশ দেন।

রাতে মদ্যপ অবস্থায় কেউ গাড়ি চালাতে গিয়ে ধরা পড়লে তার বিরুদ্ধে মামলা রাজু করা হবে ও তাকে গোটা রাত কাটাতে হবে থানাতেই। এমনকি থানার বদলে পরেরদিন আদালত থেকে তাকে জামিন নিতে হবে।।

মূলত, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ফলে বেড়ে যায় দুর্ঘটনার আশংকা। এমনকি একাধিক সময় দেখা গেছে দুর্ঘটনার মূল কারণ মদ্যপ অবস্থায় গাড়ি চালানো। সেই বিপদ থেকে সাধারণ নাগরিকদের মুক্তি দিতে লালাবাজার কর্তৃপক্ষ নিতে চলেছে প্রশংসনীয় কড়া পদক্ষেপ।