BigNews: বাংলার নামী মদ কারখানায় হানা! ভোর থেকে শুরু হয়েছে তল্লাশি

হুগলি জেলার পোলবায় অ্যালপাইন ডিস্টিলারিজ প্রাইভেট লিমিটেড নামক একটি মদের কারখানায় মঙ্গলবার ভোর সাড়ে ৪ টে নাগাদ আয়কর দফতরের টিম হানা দিয়েছে। আয়কর দফতরের কর্মকর্তারা জানান, এই কারখানার বিরুদ্ধে আয়কর সংক্রান্ত একাধিক অভিযোগ উঠে এসেছে। সেইসব অভিযোগ খতিয়ে দেখতেই এই হানা।

আয়কর দফতরের টিম কারখানায় পৌঁছানোর পর থেকেই তল্লাশি শুরু করে। একে একে আয়কর দফতরের পাঁচটি গাড়ি পৌঁছয় কারখানায়। মোট ২০-২৫ জন আধিকারিক কারখানায় হাজির হন। তারা কারখানার অফিস, গুদাম, উৎপাদন ইউনিটসহ বিভিন্ন জায়গায় তল্লাশি চালান। এছাড়াও, কারখানার মালিক, পরিচালক, কর্মচারীদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করেন।

তল্লাশির সময় কারখানার সমস্ত কাজ বন্ধ রাখা হয়েছে। কারখানার বাইরে শ্রমিকদের ভিড় জমে যায়। তারা আতঙ্কিত হয়ে পড়েন। কারখানার মালিক, পরিচালকরাও তল্লাশির বিষয়ে কিছু বলতে চাননি।

আয়কর দফতরের কর্মকর্তারা জানান, তল্লাশির পর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

হুগলির পোলবায় আয়কর দফতরের হানা নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আয়কর দফতরের তদন্তের পর কী ফল আসে, তা এখন দেখার বিষয়।