OMG! রসগোল্লা কম থাকায় বিয়েবাড়িতে তুমুল মারামারি, হতাহত দুই পক্ষের ৬ জন

উত্তর প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে রসগোল্লা নিয়ে বর ও কনেপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে ৬ জন আহত হন।
সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত রোববার উত্তর প্রদেশের শামসাবাদের ব্রিজবান খুশওয়া এলাকায় বিয়ের আয়োজন ছিল। এতে দুই পক্ষ শুরুতে হাসিখুশিই ছিল। তবে একজন যখন বলেন, রসগোল্লা কম পড়েছে, তখনই মারামারি লেগে যায়।

এক পর্যায়ে রসগোল্লা কম দেওয়ার অভিযোগে বরপক্ষের অতিথিরা খাবার পরিবেশনকারীদের সাথে তর্কাতর্কি শুরু করেন। তর্কাতর্কি থেকেই শুরু হয় হাতাহাতি। এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়।

পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, রসগোল্লার জন্য বরপক্ষের অতিথিরা খাবার পরিবেশনকারীদের সাথে তর্কাতর্কি শুরু করেন। এক পর্যায়ে খাবার পরিবেশনকারীদের একজন বরপক্ষের একজন অতিথিকে মারধর করেন। এতে অতিথিরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা খাবার পরিবেশনকারীদের উপর হামলা চালান।

সোমবার পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে নেয়া হয়। এদের অবস্থা শঙ্কামুক্ত। এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে।

শামসাবাদ থানার দায়িত্বরত পুলিশ কর্মকর্তা অনিল শর্মা জানান, এর আগে গত বছরের অক্টোবর মাসেও এই এলাকার এতমাদপুরে এক বিয়েবাড়িতে মিষ্টি নিয়ে ঝগড়া হয়। সেই বিয়েতে মিষ্টি কম হয়েছিল। আর সে কারণে লেগে যায় মারামারি। তাতে একজনের প্রাণও গিয়েছিল।