SPORTS: ফাইনালে দ্রাবিড়কে যে উপহার দিতে চায় ভারত, অকপটে জানালেন রোহিত শর্মা

হাতে আর একেবারেই সময় নেই। রাত পোহালেই ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল। আহমেদাবাদে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। বিশ্বকাপ ফাইনাল মহারণের আগে সংবাদ সম্মেলনে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা বললেন, ‘এবারের বিশ্বকাপ টুর্নামেন্টটা তিনি ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ রাহুল দ্রাবিড়ের জন্য জিততে চান।’
রোহিত শর্মা বলেন, ‘দলের খেলোয়াড়দের উন্নতিতে রাহুল দ্রাবিড়ের একটা বড়সড় ভূমিকা রয়েছে। ভারতীয় ক্রিকেট দল এই টুর্নামেন্টে টানা ১০ ম্যাচে জয়লাভ করেছে। আর এবার তৃতীয়বার বিশ্ব জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে।’
ভারত দলপতি বলেন, ‘ভারতীয় ক্রিকেট দলে রোহিত শর্মার ভূমিকা এককথা অনস্বীকার্য। গোটা দলের মধ্যে একটা স্বচ্ছ্বতা নিয়ে এসেছেন। এই একটা বিষয় আমাকে সত্যিই ভাবায়। রাহুল ভাই কীভাবে ক্রিকেট খেলেছিলেন, আর আমি কীভাবে খেলছি, সেটা ভেবে সত্যিই অবাক হই। আমাদের দুজনের মধ্যে যথেষ্টই বৈচিত্র্য রয়েছে। উনি আমাদের সবসময় খেলার স্বাধীনতা দিয়ে রেখেছেন। আমরা যেভাবে খুশি সেভাবেই নিজেদের খেলাটা উপভোগ করেছি। তার সম্পর্কে অনেককিছুই বলার আছে।’
রোহিতের কথায়, ‘টি-২০ বিশ্বকাপের কঠিন সময়ে উনি যেভাবে দলের পাশে দাঁড়িয়েছিলেন, তা এককথায় অকল্পনীয়। এই টুর্নামেন্টের সেমিফাইনাল পর্যন্ত আমরা উঠতে পেরেছিলাম। বিভিন্ন কঠিন পরিস্থিতিতে উনি যেভাবে রিঅ্যাক্ট করেছিলেন, সেটা আমাদের খুবই সাহায্য করেছিল। সেকারণে আমরা এবার তার জন্যই ট্রফি জয়ের চেষ্টা করব।’
এ নিয়ে ভারতীয় ক্রিকেট দল চতুর্থবার বিশ্বকাপ ফাইনালে উঠেছে। অন্যদিকে, অস্ট্রেলিয়া ক্রিকেট দল অষ্টমবার বিশ্বকাপ ফাইনাল খেলতে নামছে। স্বাভাবিকভাবেই দুই দলের মধ্যে যে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যাবে, তা বলা যেতেই পারে।