ISRLvsHAM: যুদ্ধ শেষে গাজার নিরাপত্তার দায়িত্ব নেবে ইসরায়েল, জানালেন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, হামাসের সাথে যুদ্ধ শেষে তার দেশ অনির্দিষ্টকালের জন্যে গাজার সার্বিক নিরাপত্তার দায়িত্ব নেবে।
সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এবিসি নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই কথা বলেন। তিনি বলেন, ইসরায়েল অনির্দিষ্টকালের জন্য গাজার সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করবে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এর তথ্য অনুযায়ী, ইসরায়েলের হামলায় গত ৭ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ১০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে শিশুর সংখ্যা ৪ হাজারেরও বেশি। কিন্তু এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু তাদের প্রকাশিত নিহতের সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করেন।
এদিকে জাতিসংঘের যুদ্ধবিরতির আহ্বান প্রসঙ্গে নেতানিয়াহু বলেন, তিনি এক পক্ষকে সমর্থন দিতে পারেন না। জিম্মিদের মুক্তি না দেয়া পর্যন্ত কোন যুদ্ধবিরতি নয়। এর আগে গত ২৭ অক্টোবর জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে বিপুল ভোটে যুদ্ধবিরতির প্রস্তাব পাস হয়।
গত ৭ অক্টোবর ফিলিস্তিনের হামাস যোদ্ধারা ইসরায়েল আক্রমণের পর থেকে ইসরায়েল গাজায় অব্যাহতভাবে হামলা চালিয়ে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রথম থেকেই ইসরায়েলকে সমর্থন করে আসলেও গত সপ্তাহে জিম্মিদের মুক্তির সুযোগ তৈরি করে দেওয়ার জন্য মানবতার প্রয়োজনে সাময়িকভাবে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিলেন তিনি।