জঙ্গলে ঘেরা পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার যুবতীর পচাগলা দেহ, চাঞ্চল্য বৈদ্যবাটিতে
November 7, 2023

হুগলির বৈদ্যবাটিতে পরিত্যক্ত বাড়ি থেকে পচাগলা যুবতীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে বাড়ির ভেতর থেকে দেহটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৈদ্যবাটিতে জঙ্গলে ঘেরা একটি পরিত্যক্ত বাড়িতে যুবতীর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে।
দেহটি প্রায় এক সপ্তাহের পুরানো বলে ধারণা করা হচ্ছে। দেহটি পচতে পচতে গলে গেছে। মুখমণ্ডলও অস্পষ্ট হয়ে গেছে।দেহের পরিচয় এখনও জানা যায়নি। তবে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছেন, ওই যুবতীকে হত্যা করা হয়েছে।
পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর পর মৃত্যুর কারণ জানা যাবে বলে আশা করছে। এদিকে, ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি দেখে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।