৩৬ বছরে পা দিলেন অভিষেক, জন্মদিনে ডায়মন্ড হারবারের সাংসদের বাড়ির সামনে সমর্থকদের ভিড়

আজ ৩৬ বছরে পা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর জন্মদিন উপলক্ষে নৈহাটি–ডায়মন্ডহারবার জুড়ে নেমে পড়ল উচ্ছ্বাস।
গতকাল রাত ১২টার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় অভিষেককে শুভেচ্ছা জানানোর হিড়িক পড়ে যায়। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, এক্স হ্যান্ডেলে বিপুল পরিমাণ মানুষ তাঁকে শুভেচ্ছা বার্তা পাঠান। সকাল হতেই ডায়মন্ড হারবারের সাংসদের দীঘার্য়ু কামনা করে নানা মন্দিরে পুজোর আয়োজন করা হয়। আবার বাড়ির সামনে আসতে শুরু করেন নেতা–কর্মী থেকে সমর্থকরা।
সকাল থেকেই অভিষেকের বাড়ির সামনে দলীয় কর্মী-সমর্থকদের ঢল নামে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দলের মন্ত্রী, বিধায়ক, সাংসদরা অভিষেককে শুভেচ্ছা জানান। দুপুরবেলায় কয়েক মিনিটের জন্য বাড়ির বাইরে আসেন অভিষেক। অনুগামীদের সঙ্গে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। অন্যদিকে সাধারণের মধ্যেও মিশে যান অভিষেক। সকলের সঙ্গে কথা বলেন তিনি।