‘জনপ্রিয়তা বেশি বলেই নিশানা, মহুয়া মৈত্রের পাশে দাঁড়ালেন শতাব্দী রায়!

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের পাশে এবার দাঁড়ালেন সতীর্থ শতাব্দী রায়। মহুয়া মৈত্রকে ‘স্ট্রং পার্লামেন্টারিয়ান’ বলেই তাঁকে নিশানা করা হচ্ছে বলে দাবি শতাব্দীর। মহুয়া বিতর্কে বিজেপি সরকারের দিকেই অভিযোগের আঙুল তুললেন তিনি।
শুক্রবার বীরভূমের তারাপীঠে তৃণমূল সাংসদ মন্তব্য করেন, “মহুয়া জনপ্রিয়তা বেশি বলেই তাঁকে নিশানা করছে বিজেপি।” পাশাপাশি তাকে “স্ট্রং পার্লামেন্টারিয়ান” বলেও অভিহিত করেন।
শতাব্দী রায় বলেন, “মহুয়া খুব স্ট্রং মহিলা এবং স্ট্রং পার্লামেন্টারিয়ান। খুব জনপ্রিয় প্রতিনিধি। মহুয়ার জনপ্রিয়তাও একটা কারণ। তাই এতভাবে আক্রমণ করা হচ্ছে বলে আমার মনে হয়। এত বেশি জনপ্রিয় হয়ে গিয়েছে বলে অনেক বেশি আক্রমণ ওঁকে লক্ষ্য করে চলছে।”
বৃহস্পতিবার এথিক্স কমিটির বিষয়টি নিয়ে সরব হয়েছিলেন কৃষ্ণনগরের সাংসদ। ঘটনার সঙ্গে সম্পর্ক নেই এমন কিছু আপত্তিকর প্রশ্ন তাঁকে করা হয়েছে বলে দাবি করেন মহুয়া। লোকসভা ওয়াক আউট করে বেরিয়ে আসেন তিনি। এমনকি, মহুয়ার পাশাপাশি এথিক্স কমিটির বিরোধী সদস্য সাংসদরাও বেরিয়ে আসেন।
মহুয়া বিতর্কে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এককাট্টা হতে দেখা যায় বিরোধীদের। যদিও মহুয়ার বিষয়টি নিয়ে চুপ রয়েছে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।