বিশ্বকাপ টিকিটের কালোবাজারি! গ্রেফতার ১৬ জন, বুক মাই শো-কে তলব করলো কলকাতা পুলিশ

রবিবার ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ ম্যাচকে ঘিরে টিকিট কালোবাজারির অভিযোগে উত্তাল কলকাতা। ৯০০ টাকার টিকিট ৮০০০ টাকায় বিক্রির চেষ্টার অভিযোগে কলকাতা পুলিশ গ্রেফতার করেছে ১৬ জনকে।

টিকিট বিতরণের দায়িত্বে থাকা সংস্থা বুক মাই শো-কে ডেকে পাঠানো হয়েছে পুলিশ। শুক্রবার ময়দান থানায় আসেন অনলাইন টিকিট বিক্রি সংস্থার প্রতিনিধিরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ময়দান এবং এন্টালি, কলকাতা পুলিশের এই দুই থানায় মোট সাতটি এফআইআর হয়েছে সিএবি এবং অনলাইনে টিকিট বিক্রি করা ওই সংস্থার বিরুদ্ধে।

এই ঘটনায় সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কেও নাকি ডেকে পাঠিয়েছে কলকাতা পুলিশ। যদিও সিএবি সূত্রে এই গোটা বিষয়টি অস্বীকার করা হয়েছে।

টিকিট কালোবাজারির অভিযোগে উত্তাল ক্রিকেটপ্রেমীরা। তারা সিএবি এবং পুলিশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন।