অপারেশনের সময় রোগী বাজালেন পিয়ানো! ভোপালের এইমসের অবাক করা ঘটনা

ভোপালের এইমসে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী থাকল গোটা দেশ। ব্রেন টিউমার অপারেশনের সময় রোগী নিজেই বাজালেন পিয়ানো, পাঠ করলেন হনুমান চালিসা। অপারেশনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

বিহারের বক্সারের বাসিন্দা ২৮ বছর বয়সী ওই রোগীর ব্রেনে টিউমার ধরা পড়ে। অপারেশনের জন্য ভোপালের এইমসে ভর্তি হন তিনি। চিকিৎসকরা জানান, রোগীর ব্রেনের যে অংশে টিউমার হয়েছিল, তা শারীরিক নড়াচড়া নিয়ন্ত্রণ করে। কেবলমাত্র লোকাল অ্যানাস্থেশিয়া করে অস্ত্রোপচার করলে, জটিল উসসর্গ দেখা দেবে না।

প্রথমে ভয় পেয়ে গেলেও, পরে চিকিৎসকদের আশ্বাসে সম্মতি দেন রোগী। অপারেশনের সময় রোগীকে পিয়ানো বাজাতে দেওয়া হয়। সেই সঙ্গে তাকে হনুমান চালিসা পাঠ করতে বলা হয়। অপারেশন চলাকালে রোগী কোনও ব্যথা অনুভব করেননি। তিনি স্বাচ্ছন্দ্যে পিয়ানো বাজাতে ও হনুমান চালিসা পাঠ করতে থাকেন।

অপারেশন সফলভাবে সম্পন্ন হয়। রোগীও সুস্থ আছেন। চিকিৎসকরা জানান, এই ধরনের অপারেশনকে বলা হয় Awake Craniotomy। এই ধরনের অপারেশনে রোগীকে সচেতন রাখা হয়, যাতে অস্ত্রোপচারের সময় কোনও জটিলতা দেখা দিলে তা দ্রুত সমাধান করা যায়।