AFGvsNED: নেদারল্যান্ডসকে হারিয়ে সেমিফাইনালে উঠার দৌড়ে এগিয়ে আফগানিস্তান, পিছনে ফেলল পাকিস্তানকে

আফগানিস্তান শুক্রবার নেদারল্যান্ডসকে সাত উইকেটে হারিয়ে বিশ্বকাপের পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে উঠে এসেছে। এই জয়ের ফলে আফগানিস্তানের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা বেড়েছে।

লখনউয়ের একানা স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নেদারল্যান্ডস। শুরুটা ভালো হলেও ১১.২ ওভারে ১৭৯ রানে অলআউট হয়ে যায় তারা। আফগানিস্তান ১৮.৩ ওভারে ১৮৩ রানে জয় তুলে নেয়।

নেদারল্যান্ডসের ইনিংসে স্কট এডওয়ার্ডস ৪৫ রানে অপরাজিত ছিলেন। আফগানিস্তানের হয়ে মহম্মদ নবি তিন উইকেট নেন।

রান তাড়া করতে নেমে আফগানিস্তান শুরুটা ভালো করতে পারেনি। রহমানউল্লাহ গুরবাজ ৫.৩ ওভারে ২৭ রানে আউট হন। ইব্রাহিম জাদরান এবং রহমত শাহ মিলে ২৮ রানের জুটি গড়ে দলকে চাপমুক্ত করেন।

একাদশতম ওভারে জারদান আউট হয়ে গেলেও হাশমতউল্লাহ শাহিদি এবং রহমত শাহ মিলে ১০০ রানের জুটি গড়ে জয় নিশ্চিত করেন। শাহিদি ৬৪ বলে ৫৬ রানে অপরাজিত ছিলেন।

আফগানিস্তানের এই জয়ের ফলে তারা সাত ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে উঠে এসেছে। পাকিস্তান সাত ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে ছয় নম্বরে রয়েছে।