BigNews: ২৮ টাকা কিলো দরে চাল বিক্রি! মোট কত টাকার দুর্নীতির অভিযোগ?

ED-র তদন্তে বেরিয়ে এল চমকপ্রদ তথ্য। জ্যোতিপ্রিয় মল্লিকের প্রত্যক্ষ মদতে ১ কোটি ৬৬ লক্ষ রেশন কার্ডের মাধ্যমে চাল চুরি হয়েছে। প্রতিটি কার্ডের জন্য মাসে ৫ কেজি চাল বরাদ্দ ছিল। বছরে সেই চালের পরিমাণ দাঁড়ায় ৬০ কেজি। অভিযোগ, ২৮ টাকা কিলো দরে ওই চুরির চাল বিক্রি হয়েছে।

ED-র তদন্তে দেখা গেছে, ২০১৬ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ব্লক হওয়া ১ কোটি ৬৬ লক্ষ রেশন কার্ডের মাধ্যমেই চাল চুরি হয়েছে। এই কার্ডগুলির মাধ্যমে প্রতি মাসে ৮৩ কোটি কেজি চাল চুরি হয়েছে। বছরে সেই পরিমাণ দাঁড়ায় ৯৯ কোটি ৬০ লক্ষ কেজি। আর এই পরিমাণ চাল যদি ২৮ টাকা কিলো দরে বিক্রি হয়ে থাকে সেই পরিমাণটা দাঁড়ায় প্রায় ২ হাজার ৮০০ কোটি টাকা। জ্যোতিপ্রিয় মল্লিকের দুর্নীতির মোড় ঘুরে গেল! ২৮০০ কোটি টাকার চাল চুরি!

জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে অভিযোগ, তিনি এই দুর্নীতির মূল হোতা। তিনিই এই কার্ডগুলির মাধ্যমে চাল চুরির পরিকল্পনা করেছিলেন। তার প্রত্যক্ষ মদতেই এই দুর্নীতি চক্র চলেছে।

এই ঘটনায় জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।