দিঘায় স্পিড বোট পরিষেবা অনিশ্চিত, জেনেনিন কারণ
November 3, 2023

দুর্গাপুজোর পর থেকেই দিঘায় পর্যটকের ভিড় বাড়তে শুরু করেছে। এই সময়ে স্পিড বোট পরিষেবা একটি জনপ্রিয় আকর্ষণ। কিন্তু সম্প্রতি একটি দুর্ঘটনার পর এই পরিষেবাটি অনিশ্চিত হয়ে পড়েছে।
গত মাসের শেষে দিঘায় স্পিড বোটের ধাক্কায় এক পর্যটক গুরুতর আহত হন। তার হাত-পা-পেট ক্ষতবিক্ষত হয়ে যায়। এই ঘটনার পর থেকে সৈকতে স্পিড বোট পরিষেবা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের আধিকারিক মানস কুমার মণ্ডল জানান, তারা পর্যটকদের নিরাপত্তার জন্য ব্যবস্থা নিচ্ছেন। পর্যটকদের সমুদ্র স্নানের জায়গা থেকে বোটগুলিকে দূরে রাখার ব্যবস্থা করা হবে।
জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য জানান, তারা ঘটনাটি গুরুত্ব সহকারে দেখছে। ঘটনায় কার দোষ ছিল, কীভাবে ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।