‘ভগবান শ্রীকৃষ্ণ আশীর্বাদ করলে…’, লোকসভা ভোটে লড়াই করার ইচ্ছা প্রকাশ কুইনের!
November 3, 2023

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত আগামী বছরের লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়েছেন। শুক্রবার গুজরাটের দ্বারকাধীশ মন্দিরে পুজো দেওয়ার পর তিনি এই ইঙ্গিত দেন।
এদিন কঙ্গনা বলেন, “ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেলে লোকসভা নির্বাচনে প্রার্থী হব।” তবে কোন দলের টিকিটে কোথা থেকে মনোনয়ন জমা দেবেন, তা এদিন স্পষ্ট করেননি তিনি।
কঙ্গনা বলেন, “কয়েকদিন ধরেই মন খুব খারাপ ছিল। শ্রীকৃষ্ণের দিব্য নগরীতে এসে মনের সমস্ত অশান্তি দূর হয়েছে। হে দ্বারকার প্রভু, তোমার আশীর্বাদ যেন এভাবে পেতে পারি।”
২০২০ সাল থেকে কঙ্গনা বিভিন্ন রাজনৈতিক বিষয়ে প্রকাশ্য ও সোশাল মিডিয়ায় বক্তব্য রাখতে শুরু করেন। গত তিন বছরে বিভিন্ন ইস্যুতে বিজেপিকে খোলাখুলিভাবে সমর্থন করতে দেখা গিয়েছে তাকে।