আলিপুর চিড়িয়াখানায় নতুন অতিথি! শীঘ্রই আনা হবে পেঙ্গুইন ও গ্রিন আনাকোন্ডা

শীতের আগেই আলিপুর চিড়িয়াখানায় একাধিক নতুন অতিথি আসতে চলেছে। চিড়িয়াখানার অধিকর্তা শুভঙ্কর সেনগুপ্তের মতে, দক্ষিণ আফ্রিকার কেপ টাউন থেকে পেঙ্গুইন, আফ্রিকার সিংহ ও শ্রীলঙ্কা থেকে গ্রিন অ্যানাকোন্ডা আনা হবে।

পেঙ্গুইন আনা হবে মেরু প্রদেশ থেকে নয়, দক্ষিণ আফ্রিকার কেপ টাউন থেকে। কবে পেঙ্গুইন কলকাতায় এসে পৌঁছবে সে ব্যাপারে অবশ্য কিছু জানাননি তিনি।

২০১৯ সালে আলিপুর চিড়িয়াখানায় ৪টি হলুদ অ্যানাকোন্ডা আনা হয়েছিল। তাদের ঘিরে জনগণের কৌতুহল তুঙ্গে পৌঁছেছিল। প্রজননের ফলে বর্তমানে আলিপুর চিড়িয়াখানায় ১৬টি গ্রিন অ্যানাকোন্ডা রয়েছে। এবার তার সঙ্গে আসতে চলেছে গ্রিন অ্যানাকোন্ডা।

গ্রিন অ্যানাকোন্ডা ব্রাজিল ও ইকুয়েডরে আমাজনের চিরহরিৎ অরণ্যে পাওয়া যায়। বিশ্বের সব থেকে বিশাল সাপ বলা হয় গ্রিন অ্যানাকোন্ডাকে।

নতুন অতিথিদের আগমনে আলিপুর চিড়িয়াখানাকে ঘিরে সাধারণ মানুষের উৎসাহ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।