লিঙ্কে ক্লিক, টাকা উধাও! সাইবার প্রতারণার ফাঁদে অভিনেত্রী পামেলা ভট্টাচার্য

অনলাইনে প্রতারণার ফাঁদে পা দিয়ে প্রায় লাখ টাকা খোয়ালেন অভিনেত্রী পামেলা ভট্টাচার্য। কনজিউমার ফোরামে অভিযোগ জানাতে গিয়ে এই ঘটনা ঘটে।
অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, সম্প্রতি তিনি একটি অনলাইন সংস্থা থেকে কিছু জিনিসপত্র কিনেছিলেন। কিন্তু তা পছন্দ না হওয়ায় তিনি সেগুলো ফেরত দিতে চান। কিন্তু ওয়েবসাইটটি তা ফেরত নিতে অস্বীকার করে। এরপর তিনি ক্রেতা সুরক্ষা দফতরের দ্বারস্থ হন।
গুগলে কনজিউমার ফোরামের একটি লিঙ্ক খুঁজে পেয়ে তিনি সেখানে অভিযোগ জানাতে চান। কিন্তু সেই লিঙ্কে ক্লিক করার পর দুই টাকা রেজিস্ট্রেশন ফি দিতে বলা হয়। তিনি সেই টাকা দিয়ে দেন। এরপর কয়েক ঘণ্টার মধ্যেই তার অ্যাকাউন্ট থেকে ৯৮ হাজার টাকা কেটে নেওয়া হয়।
অভিনেত্রী বলেন, তিনি প্রথমে ভাবতে পারেননি যে এই ঘটনাটি প্রতারণা। কিন্তু টাকা চলে যাওয়ার পর তিনি বুঝতে পারেন যে তিনি প্রতারণার ফাঁদে পড়েছেন। এই ঘটনায় অভিনেত্রী একটি অভিযোগ দায়ের করেছেন যাদবপুর থানায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
এই ঘটনা থেকে বোঝা যায় যে সাইবার প্রতারকদের ফাঁদ দিন দিন আরও জটিল হয়ে উঠছে। তাই অনলাইনে কোনও কিছু করার আগে সতর্কতা অবলম্বন করা জরুরি।