OMG!৭ তলা থেকে মরণঝাঁপ, যুবকের কাণ্ডে জনপ্রিয় শপিং মলে ‘আতঙ্ক’

কলকাতার জনপ্রিয় শপিং মল কোয়েস্টে মর্মান্তিক ঘটনা। বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ সাততলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন এক যুবক। মৃত যুবকের নাম মহম্মদ আমিন রউফ (২২)। তিনি কড়েয়া এলাকার বাসিন্দা এবং আইনের ছাত্র।

মলের সাত তলা থেকে মরণঝাঁপ দেওয়ার পর মলের চৌহদ্দির মধ্যে পার্কিং লটের ৪ নম্বর গেটের কাছে যুবকের দেহ পড়ে যায়। আওয়াজ পেয়ে ছুটে আসেন নিরাপত্তারক্ষীরা। খবর দেওয়া হয় কড়েয়া থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় যুবককে উদ্ধার করে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশের তরফে যুবকের পরিবারকে খবর পাঠানো হয়েছে। ওই যুবক মানসিক অবসাদ থেকে আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন না পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছেন কড়েয়া থানার তদন্তকারী আধিকারিকরা। প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও কথা বলা হবে।

কোয়েস্ট মলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রতিদিন অসংখ্য মানুষ এই শপিং মলে ভিড় করেন। সেখানে কী ভাবে এই যুবক সাত তলা থেকে ঝাঁপ দিলেন? বিষয়টি কী ভাবে মলের নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে গেল? সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

শহরের অন্যতম জনপ্রিয় শপিং মলে এই ধরনের ঘটনায় শোরগোল পড়ে গেছে। যুবকের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা চান মলের নিরাপত্তা আরও জোরদার করা হোক।