পরমাণু অস্ত্র পরীক্ষার পথে পুতিন? তৃতীয় বিশ্বযুদ্ধের আভাস

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার পরমাণু অস্ত্র পরীক্ষা নিষেধাজ্ঞা চুক্তি থেকে রাশিয়ার সমর্থন প্রত্যাহারের আইনে স্বাক্ষর করেছেন। এই চুক্তি থেকে সরে যাওয়ার ফলে রাশিয়ার পরমাণু অস্ত্র পরীক্ষা এবং ইউক্রেনে যুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের আশঙ্কা বাড়ছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

১৯৯৬ সালে স্বাক্ষরিত এই চুক্তিতে বলা হয়েছিল যে সমস্ত ধরনের পারমাণবিক বিস্ফোরণ এবং পরমাণু অস্ত্রের পরীক্ষা নিষিদ্ধ। তবে আমেরিকা এবং চিন এই চুক্তিতে সম্মতি না দেওয়ায় এটি কখনও বলবৎ হয়নি।

পুতিন অবশ্য গত সপ্তাহেই রাশিয়ার একটি ব্যালিস্টিক মিসাইল পরীক্ষায় উপস্থিত ছিলেন। সেখানে দাঁড়িয়ে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর বক্তব্য ছিল, শত্রুর বিরুদ্ধে পরমাণু হামলার প্রস্তুতি সারতেই এই মহড়া।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আমেরিকার পরমাণু অস্ত্র পরীক্ষার পরিপ্রেক্ষিতে রাশিয়াকে এই পদক্ষেপ নিতে হয়েছে।

পুতিন অবশ্য কিছুটা ধোঁয়াশা রেখেই বলেছিলেন, ‘পরমাণু অস্ত্র পরীক্ষার প্রয়োজনীয়তা উপলব্ধি করছি। তবে, পরীক্ষা করবই, এমনটা এখনই বলছি না।’ পরদিন মস্কো জানিয়েছিল, আমেরিকার সঙ্গে পাল্লা দিতেই চুক্তি থেকে সমর্থন তুলে নিতে চায় রাশিয়া। এক রুশ আধিকারিকের বক্তব্য ছিল, ‘ইউএস যদি পরমাণু পরীক্ষা করে, তা হলে আমাদেরও যোগ্য জবাবই দিতে হবে।’