‘সাধু বাবার’র নিদান: দুষ্টু ছেলেকে হাঁটু পর্যন্ত পুঁতে রাখলেন খোদ বাবা-মা

পূর্ব বর্ধমানের রায়না থানা এলাকার নতু পঞ্চায়েতের শিয়ালি গ্রামে দামোদরের চরে ৯ বছরের একটি ছেলেকে হাঁটু পর্যন্ত বালিতে পুঁতে রেখে যান তার বাবা-মা ও দাদু। পুলিশের টহলদারি ভ্যানের এক সদস্য শিশুটিকে কাঁদতে দেখে তাকে উদ্ধার করে। পরে পুলিশ বাবা-মা ও দাদুকে গ্রেফতার করে।

শিশুটি পুলিশকে জানায়, তার বাবা-মা ও দাদু তাকে দামোদরের চরে ফেলে রেখে যান আশ্রমের এক বাবাজির নির্দেশে। বাবাজি বলেছিলেন, চঞ্চল ছেলের মতি ফেরাতে তাকে দামোদরের চরে ফেলে রেখে বলতে হবে, ‘তোর যে দিকে চোখ যাবে চলে যাবি।’

পুলিশের তদন্তে জানা যায়, শিশুটির বাবা-মা ও দাদু নদিয়ার চাকদহ থানার নরেন্দ্রপল্লি কদমতলার বাসিন্দা। তারা আশ্রমের বাবাজির ভক্ত। বাবাজির নির্দেশে তারা শিশুটিকে দামোদরের চরে ফেলে রেখে আসেন।

পুলিশের অভিযানে আশ্রমের বাবাজি পলাতক। আশ্রমের সকল সদস্যও পলাতক। পুলিশ আশ্রমে তল্লাশি চালিয়ে বেশ কিছু আলামত উদ্ধার করেছে।

পূর্ব বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দুকুমার মাজি বলেন, “এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমরা এই কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করব। পুলিশ তদন্ত করছে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”