গাজার জন্য তহবিল গঠন করলো বাদশা সালমান ও ক্রাউন প্রিন্স

গাজাবাসীদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে জাতীয়ভাবে তহবিল সংগ্রহের ঘোষণা দিয়েছেন সৌদি আরবের বাদশা সালমান বিন আব্দুল আজিজ এবং ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমান।
বৃহস্পতিবার মানবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্রের তত্ত্বাবধায়নে এ ঘোষণা দেওয়া হয়। খবর আরব নিউজ
গাজাবাসীর জন্য মানবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্রে বাদশা সালমান বিন আব্দুল আজিজ এবং ক্রাউন প্রিন্স ৫০ মিলিয়ন সৌদি রিয়াল তহবিলে দান করেন। এর মধ্যে আব্দুল আজিজ ৩০ মিলিয়ন এবং ক্রাউন প্রিন্স ২০ মিলিয়ন রিয়াল দেন।
রয়্যাল কোর্টের উপদেষ্টা এবং মানবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্রের তত্ত্বাবধায়ক জেনারেল ড. আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ আল রাবিহ বলেন, সংগ্রহকৃত তহবিল সাহেম প্লাটফর্মের কাছে দেওয়া হয়েছে। এজন্য এই কার্যক্রমে সাহেমকে যুক্ত করা হয়েছে।
আল-রাবিহ বলেন, বাদশা সালমানের এ কার্যক্রম ফিলিস্তিনি মানুষের জন্য ঐতিহাসিক ভূমিকা রাখবে। কারণ তারা ভয়াবহ মানবিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে।
সৌদি আরবে বসবাসরতরা সাহেম ক্যাম্পেইনে অংশ নিয়ে অর্থ পাঠাতে পারবে। অর্থ পাঠানোর জন্য https://sahem.ksrelief.org/Gaza. এই লিংকে প্রবেশ এখানে প্রদত্ত এই ব্যাংক অ্যাকউন্টে সরাসরি নগদ অর্থ সহযোগিতা পাঠানো যাবে। এছাড়া গুগল প্লে স্টোর থেকে অ্যাপসের মাধ্যমেও সহযোগিতা পাঠানোর সুযোগ রয়েছে।