বাজির ডেসিবেল বৃদ্ধি নিয়ে হাইকোর্টে মামলা, রিপোর্ট তলব করলো আদালত

রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ শব্দবাজির শব্দমাত্রা ৯০ থেকে ১২৫ ডেসিবেল করার নির্দেশ দিয়েছে। এই নির্দেশিকার বিরুদ্ধে সবুজ মঞ্চ হাইকোর্টে মামলা করে। বৃহস্পতিবার আদালত নির্দেশ দেয়, বাজির শব্দমাত্রা বাড়ানোর যুক্তি বা ব্যাখ্যা কী, সেই প্রশ্নের উত্তর দিতে হবে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে।
আদালত বলেছে, শব্দের ডেসিবেল বাড়ানোর ফলে রাজ্যবাসীর স্বাস্থ্য ও পরিবেশের উপর কী প্রভাব পড়বে, তা বিবেচনা করতে হবে। আদালত নির্দেশ দেয়, বিশেষজ্ঞদের মতামত-সহ রিপোর্ট পেশ করতে হবে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে। রিপোর্ট পেশের জন্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে ৪ সপ্তাহ সময় দেওয়া হয়েছে।
এদিকে জানা যাচ্ছে, রাজ্যে নিষিদ্ধ বাজির তালিকা ১০০ ছুঁয়েছে। কিন্তু করোনার কারণে বাজির শব্দের পরীক্ষা করা সম্ভব হয়নি। এবার টালা পার্কে আবার সেই পরীক্ষা হতে চলেছে। আগামী শনিবার সেই পরীক্ষা হবে বলে জানা যাচ্ছে।