OMG! স্বামীকে নিয়ে জমিয়ে শপিং, বাড়ি ফিরেই দেবরের সঙ্গে পালালেন তরুণী

স্বামীর সঙ্গে করবা চৌথের কেনাকাটা করতে গিয়েছিলেন। বাড়ি ফিরে আসার ঘণ্টাখানেকের মধ্যে সন্তানকে নিয়ে দেবরের সঙ্গে পালিয়ে গেলেন তরুণী। ভারতের মীরাঠের বাসিন্দা ওই তরুণীর স্বামী অশোক স্থানীয় থানায় নিঁখোজ ডায়েরি করেছেন।

২০১৯ সালে ভালবেসে বিয়ে করেছিলেন দু’জনে। তাদের ১৮ মাসের ছেলেও রয়েছে। ৪ বছরের দাম্পত্য সম্পর্কে তেমন কোনও দূরত্ব তৈরি হয়নি। অশোক পেশায় মজুর। অধিকাংশ সময় তিনি বাড়ির বাইরে থাকতেন। তবু তিনজনের সংসারে কোনও সমস্যা ছিল না। মাসখানেক আগে অশোকের দূরসম্পর্কের এক ভাই রাহুল বেড়াতে আসেন তাদের বাড়িতে। কিছুদিন থেকে চলেও যান তিনি।

অশোকের দাবি, রাহুল চলে যাওয়ার পর থেকেই স্ত্রীয়ের মধ্যে নানা পরিবর্তন লক্ষ করেন তিনি। কিন্তু বিষয়টি প্রথম দিকে ধরতে পারেননি। তবে তিনি নিশ্চিত হন, যখন কিছুদিনের মধ্যেই আবার রাহুল ফিরে আসেন। রাহুলের সঙ্গে স্ত্রীয়ের যে সম্পর্ক তৈরি হয়েছে, সেটা অশোক বুঝতে পারেন।

ঘটনার দিন, সকালে স্ত্রীকে নিয়ে করবা চৌথের বাজার করতে গিয়েছিলেন অশোক। স্ত্রীর চাহিদা মতো সবকিছু কিনেও দেন তিনি। তারপর স্ত্রীকে বাড়িতে রেখে তিনি কাজে চলে যান। কাজ থেকে ফিরে আসার পর তিনি দেখেন বা়ড়ির দরজায় তালা দেওয়া। তালা ভেঙে বাড়ির ভিতরে ঢুকে চোখে পড়ে আলমারি খোলা। সব গয়নাও উধাও। আসলে কী ঘটেছে সেটা বুঝতে কোনও সমস্যা হয়নি অশোকের। তবে শিশুটিকে ফেরত পেতেই থানায় অভিযোগ করেছেন।

সূত্র: ইন্ডিয়া টুডে, আনন্দবাজার