মুখ্যমন্ত্রীর আক্রমণে পাল্টা আক্রমণ শুভেন্দুর, তৃণমূলের পাল্টা খোঁচা

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নাম না করে আক্রমণ শানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন, “আমরাও কাগজপত্র বের করছি, এতদিন করিনি।” অনেক নথি বের করলে ‘কেঁচো খুঁড়তে কেউটে’ বেরিয়ে আসবে বলেও হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর অভিযোগের জবাবে শুভেন্দু অধিকারী নিজের আয়কর রিটার্ন শেয়ার করে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। তিনি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, “আপনার যত এজেন্সি আছে কাজে লাগিয়ে দেখান এবং প্রমাণ করুন, এক পয়সা বাড়তি রোজগার করেছি আমি।”
শুভেন্দু অধিকারীর এই পদক্ষেপকে ‘অপরাধ গায়ে মেখে জবাব দেওয়া’ বলে মন্তব্য করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনও সরাসরি অভিযোগ করেননি বা কোনো ব্যক্তিকে এককভাবে অভিযুক্ত করেননি। তবুও জনাব অধিকারী তার আয়কর রিটার্নস ট্যুইট করতে ছুটে এলেন।”
মুখ্যমন্ত্রীর আক্রমণের পরেই বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হয়ে যায়। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের বিরোধিতা করতে শোনা যায়, আরেক বিজেপি নেতা দিলীপ ঘোষকেও। দিলীপ ঘোষ বলেন, “উনি যদি মাটি খুঁড়ে কেউটে হোক বা কেঁচো হোক বের করতে চান, তাহলে করুন।”