ODI-তে প্রথমবার দুই ওপেনিং বোলারের প্রথম বলেই উইকেট, ইতিহাস গড়ল বুমরাহ ও সিরাজ

জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজ একদিনের ইতিহাসে প্রথমবারের মতো একই ম্যাচে নিজেদের প্রথম বলেই উইকেট নিলেন। বুমরাহ শ্রীলঙ্কার পাথুম নিশঙ্কাকে এবং সিরাজ দিমুথ করুণারত্নেকে উইকেট নিলেন।

বৃহস্পতিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার ইনিংসের প্রথম বলেই বুমরাহ নিশঙ্কাকে উইকেট করলেন। ফুল বল করেন ভারতীয় পেসার। বলটা ক্রমশ ভিতরের দিকে ঢুকে আসতে থাকে। আছড়ে পড়ে শ্রীলঙ্কার ওপেনারের প্যাডে। জোরালো আবেদন করে ভারত। আউট দেন আম্পায়ার। ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) নিয়েও ড্রেসিংরুম-যাত্রা রুখতে পারেননি নিশঙ্কা।

পরের ওভারের প্রথম বলেই সিরাজ করুণারত্নেকে আউট করলেন। এবারও এলবিডব্লু হয়। অনফিল্ড আম্পায়ার আউট দেন। ৩.১ ওভারে তিন রানে চার উইকেট পড়ে যায় শ্রীলঙ্কার। উল্লেখ্য, এশিয়া কাপের ফাইনালে সিরাজের দুর্দান্ত বোলিংয়ের হাত ধরে শ্রীলঙ্কাকে ৫০ রানে অল-আউট করে দিয়েছিল ভারত।