ISRLvsHAM: হামাস-ইসরায়েলি সৈন্যদের মধ্যে চলছে তুমুল যুদ্ধ, জেনেনিন যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি

গাজা উপত্যকার ভেতর দখলদার ইসরায়েলি সৈন্যদের সঙ্গে হামাসের যোদ্ধাদের তুমুল যুদ্ধ চলছে। মূলত গাজার উত্তরাঞ্চলে তীব্র লড়াইয়ে লিপ্ত হয়েছে দুই পক্ষ।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সাংবাদিক হানি মোহাম্মদ বৃহস্পতিবার (২ নভেম্বর) গাজার খান ইউনিস থেকে জানিয়েছেন, গাজা সিটির গেটের কাছে ট্যাংক নিয়ে পৌঁছাতে প্রাণপণ চেষ্টা চালাচ্ছ ইসরায়েলি সেনারা।
এছাড়া উত্তরাঞ্চলে ইসরায়েলিদের সঙ্গে হামাসের যোদ্ধাদের মধ্যে গোলাগুলি ও লড়াইয়ের খবর পাওয়া গেছে। ওই অঞ্চলে ইসরায়েলি সেনারা ট্যাংক নিয়ে মূলত অবস্থান নিয়ে আছেন। তারা সামনের দিকে এগোচ্ছেন না।
গাজার মধ্যাঞ্চল থেকে যেসব তথ্য আসছে, সেগুলো থেকে জানা যাচ্ছে, ইসরায়েলি ট্যাংকগুলো সরাসরি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অঞ্চলগুলো থেকে আসছে। ট্যাংকগুলো উপকূলীয় এলাকাগুলোর দিকে এগোচ্ছে এবং মধ্যাঞ্চলে ঢোকার চেষ্টা চালাচ্ছে। আর গাজার মূল কেন্দ্রে ইসরায়েলি বাহিনীর ট্যাংক আসা মানে— সেখানে আগামী কয়েকদিন আরও তুমুল লড়াই হবে।