OMG! জীবিত বাবার ডেথ সার্টিফিকেট বের করে জমি দখল, অভিযুক্ত গুনধর ৬ ছেলে

বাবা বেঁচে রয়েছেন, হেঁটে চলে বেড়াচ্ছেন। অথচ সেই জন্মদাতা জীবিত বাবার মৃত্যুর সার্টিফিকেট দেখিয়ে পতিত জমিজায়গা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠলো ছয় ছেলের বিরুদ্ধে। এমনই ঘটনা সামনে আসতেই রীতিমতো হতবাক পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের করণদিঘির লাহুতারা (১) পঞ্চায়েতের সাবধান গ্রামের বাসিন্দা ওই বৃদ্ধ।

বৃদ্ধ আবদুল কালাম বলেন, প্রথম পক্ষের স্ত্রীর মৃত্যুর পর দ্বিতীয় স্ত্রীর নামে আমার প্রায় ৭৫ শতক জমি লিখে দিই। সেই জমির মধ্যে ২৪ শতক বিক্রি করতে ভূমি সংস্কার দফতরে যাই। সেখানে গিয়ে জানতে পারলাম আমাকে মৃত বলে ছেলেরা সার্টিফিকেট বের করে নিয়ে ওয়ারিশ করে ফেলেছে। এই ঘটনায় ছয় ছেলের বিরুদ্ধে করণদিঘি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

উল্লেখ্য, আবদুল কালামের প্রথম পক্ষের ছয়জন ছেলে এবং দ্বিতীয় পক্ষের দুই মেয়ে রয়েছে। দীর্ঘদিন ধরেই জমি দখল করতে অসুস্থ বাবাকে জমি লিখে নেয়ার জন্য চাপ তৈরি করছিল। এমনকি মানসিক ও শারীরিক নির্যাতন করার অভিযোগও করেন জীবিত বাবা। ছেলেদের ভয়ে নিজের করণদিঘির বাড়ি ছেড়ে দ্বিতীয় পক্ষের স্ত্রীর বিহারের বাড়িতে থাকতেন।

দুই দিন আগে রায়গঞ্জের কর্ণজোড়া ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে গিয়ে জানতে পারেন ছেলেদের কীর্তি। অভিযোগ, করণদিঘির লাহুতাড়া পঞ্চায়েতের প্রধান তৃণমূলের মোহাম্মদ বাগিরুদ্দিনের সহযোগিতায় মৃত্যুর সার্টিফিকেট বের করে সমস্ত জমি বিক্রির পরিকল্পনা করছিল ছেলেরা।

সূত্র: সংবাদপ্রতিদিন