হু হু করে বাড়ছে দূষণ, ডিজেল চালিত বাস নিষিদ্ধ করলো ভারতের এই রাজ্য

ভারতের রাজধানী দিল্লিতে ডিজেলচালিত বাস নিষিদ্ধ করা হয়েছে। পরিবেশ দূষণ রোধে শহরটিতে আর চলবে না ডিজেলচালিত বাস। চলতি নভেম্বরের ১ তারিখ থেকে চালু হয়েছে এই নিয়ম।
দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই জানিয়েছেন, আগামী ১৫ দিন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দিল্লি শহরে ডিজেলচালিত পাবলিক ট্রান্সপোর্ট নিষিদ্ধ করেছি।

সম্প্রতি ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটির রিপোর্ট প্রকাশ হয়েছে। সেখানে বিশ্বের ৫০টি দুষিত শহরের মধ্যে প্রথম দশে রয়েছে নয়াদিল্লি এবং গ্রেটার দিল্লি। এই রিপোর্ট উদ্বেগ বাড়িয়েছে দিল্লি প্রশাসনের। পরিবেশ দূষণ রুখতে তাই ডিজেল বাস বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

পেট্রোল বা অন্যান্য জ্বালানির থেকে বেশি পরিবেশ দূষণ করে ডিজেল। আসলে ডিজেল ইঞ্জিনে অন্য ইঞ্জিনের তুলনায় অতিরিক্ত বাতাসের প্রয়োজন হয়। কিন্তু সমস্যা হলো, এই বাতাস থেকে রাসায়নিক বিক্রিয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই এই ধরনের ইঞ্জিন চালিত গাড়ি বা বাস কম ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা।

দিল্লির পরিবেশ মন্ত্রী গোলাপ রাই জানিয়েছেন, দিল্লি-এনসিআর এলাকায় যে সমস্ত বাস ডিজেলে চলে, তাদের ১ নভেম্বর থেকে বিকল্প জ্বালানি ব্যবহার করার নির্দেশ দেয়া হয়েছে। এর পাশাপাশি তিনি কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব রেখেছেন, কেন্দ্রের পক্ষ থেকে যেন নিম্ন মানের ডিজেল গাড়ি বন্ধ করা উচিত।

প্রসঙ্গত, এর আগে ভারতের কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রীর মুখেও ডিজেল গাড়ি নিয়ে উদ্বেগের কথা শোনা গিয়েছিল। ডিজেল চালিত গাড়ির উপর অতিরিক্ত কর চাপানোর কথাও শোনা যাচ্ছিল। যদিও এখনও সেই সিদ্ধান্ত নেয়নি সরকার।

সূত্র: হিন্দুস্তান টাইমস