‘মা হতে চাই, স্বামীকে ছেড়ে দিন’, মহিলার আবেদন শুনে যা রায় দিল বিচারপতি

মধ্যপ্রদেশের এক মহিলা আদালতে আবেদন করেছেন যে তিনি মা হতে চান। তাঁর স্বামী বর্তমানে জেলবন্দি অবস্থায় রয়েছেন। কিন্তু তিনি মা হতে চান। এটা তাঁর মৌলিক অধিকার। সেকারণে তিনি স্বামীর জেল মুক্তির জন্য আবেদন করেন।
মহিলার আবেদন শুনে হাইকোর্ট নেতাজি সুভাষ চন্দ্র বোস মেডিক্যাল কলেজের ডিনকে নির্দেশ দিয়েছে ৫ সদস্যের একটি কমিটি তৈরি করতে। ওই মহিলা সন্তান ধারনের জন্য মেডিক্যালি ফিট কি না সেটা খতিয়ে দেখা হোক।
সরকারি আইনজীবী সুবোধ কাথার জানান, ওই মহিলার মেনোপজ হয়ে গিয়েছে। স্বাভাবিকভাবে বা কৃত্তিমভাবে তিনি আর মা হতে পারবেন না।
তবে আদালত একটি মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ দিয়েছে। বোর্ড মহিলার স্বাস্থ্য পরীক্ষা করে আদালতে রিপোর্ট জমা দেবে। ওই মহিলা মা হওয়ার যোগ্য কি না এটা জানা দরকার। এরপর আগামী ৭ নভেম্বর মেডিক্যাল বোর্ডের সামনে দাঁড়ানোর জন্য নির্দেশ দিয়েছে আদালত।
ওই টিমে পাঁচজন চিকিৎসক রয়েছেন। তার মধ্যে তিনজন গাইনোকলজিস্ট, একজন সাইকিয়াট্রিস্ট, একজন এনডোক্রিনোলজিস্ট থাকছেন। ওই মহিলাকে পরীক্ষা করার পরে তার রিপোর্ট আদালতের কাছে জমা দেওয়ার জন্য ১৫দিন সময় দিয়েছে আদালত। এই মামলার পরবর্তী শুনানি ২২ নভেম্বর ঠিক করা হয়েছে।
বোর্ডের রিপোর্টের ভিত্তিতে আদালত পরবর্তী নির্দেশ দেবে বলে মনে করা হচ্ছে।