শাহরুখ নন, তবে দেখতে প্রায় একই! কিং খানের জন্মদিনে ‘ডুপ্লিকেট’ হিরোরা যা করলেন

২ নভেম্বর ভারতীয় বিনোদন জগতের জন্য একটি বিশেষ দিন। এই দিনে জন্মগ্রহণ করেন বলিউডের বাদশাহ শাহরুখ খান। এই দিনে তাঁর ভক্তরা তাঁর বাড়ির বাইরে জড়ো হয়ে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান। এবারও সেই ঘটনার ব্যতিক্রম হল না।
শাহরুখ খানও তাঁর ভক্তদের ভালোবাসার প্রত্যুত্তরে বাড়ির বাইরে এসে তাঁদের উদ্দেশে হাত নাড়েন এবং চুমু ছুড়ে দেন। কিন্তু এই বছরের জন্মদিনের বিশেষত্ব ছিল আরও কিছু। শাহরুখ খানের মতো দেখতে দুই ‘নকল’ কিং খানও এই দিনে নজর কাড়লেন।
সোশ্যাল মিডিয়ায় শাহরুখ খানের মতো আচরণ করেই জনপ্রিয় হয়ে ওঠেন সুরজ কুমার। তিনি নিজেকে ‘ছোটা শাহরুখ’ বলে পরিচয় দেন। প্রতি বছর শাহরুখ খানের জন্মদিনে বিশেষ পার্টির আয়োজন করেন তিনি। এই বছরেও ইন্ডিয়া গেটে পার্টির আয়োজন করেন তিনি। সেখানে মোমবাতি জ্বালানো হয়, কেক কাটা হয় কিং খানের জন্মদিনে।
রাস্তাঘাটে ইব্রাহিম কাদরিকে দেখে অনেকেই শাহরুখ খান বলে ভুল করে ফেলেন। প্রতি বছর শাহরুখ খানের জন্মদিনে গরিব শিশুদের নিয়ে কোথাও ঘুরতে যান ইব্রাহিম এবং তাঁর বন্ধুরা। এবারও সেই ব্যতিক্রম হল না। সেই সব শিশুদের কোথাও নিয়ে গিয়ে খাওয়ান তাঁরা। তাদের যাতে দিনটি আনন্দে কাটে, সেই চেষ্টাই করেন ইব্রাহিম।
এই দুই ‘নকল’ কিং খানের কাজ নিঃসন্দেহে প্রশংসনীয়। তাঁরা শাহরুখ খানের প্রতি গভীর ভালোবাসা এবং শ্রদ্ধা প্রকাশ করেছেন।