সাত বছর পর অ্যাডমিট কার্ড পেয়ে হতভম্ব চাকরিপ্রার্থী, দাবি তদন্তের

বর্ধমান, ২ নভেম্বর, ২০২৩: সাত বছর আগের চাকরির পরীক্ষার অ্যাডমিট কার্ড পেয়ে হতবাক হলেন বর্ধমানের চাকরিপ্রার্থী আশীষ বন্দ্যোপাধ্যায়। ২০১৬ সালে কৃষি দফতরে চাকরির বিজ্ঞপ্তি দেখে আবেদন করেছিলেন তিনি। কিন্তু, আবেদনের পর থেকে আজ পর্যন্ত কোনও রকম পরীক্ষার ডাক আসেনি তাঁর কাছে। দীর্ঘ সাত বছর কাটলেও তাঁর কাছে পরীক্ষার অ্যাডমিট কার্ড বা আনুসঙ্গিক মেসেজ কিছু আসেনি।
হঠাৎই ১ নভেম্বর দুপুরে ডাকযোগে কৃষি দফতরের সেই পরীক্ষার একটি অ্যাডমিট কার্ড পান তিনি। কিন্তু, অ্যাডমিট কার্ড খুলেই হতবাক হন আশীষ। কারণ পরীক্ষা হয়ে গিয়েছে প্রায় সাত বছর আগে। অ্যাডমিট কার্ডে উল্লেখ পরীক্ষার তারিখ ২০১৬ সালের ১৮ ডিসেম্বর।
এ ঘটনায় হতবাক ও ক্ষুব্ধ আশীষ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “এটা একটা চাঞ্চল্যকর ঘটনা। আমি কার ভুলে এত বছর পর অ্যাডমিট কার্ড পেলাম তা জানতে চাই। আমি চাই এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক।”
এই ঘটনা নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিরোধী দলগুলি এই ঘটনাকে দুর্নীতির অভিযোগ করেছে। তারা বলছে, যোগ্য প্রার্থীদের চাকরি থেকে বঞ্চিত করে দলের লোকে চাকরি পেয়েছে।