সেঞ্চুরির স্বপ্ন আবারও ভেঙে গেল, সচিনের সামনেই সেঞ্চুরি থেকে ১২ রানে থেমে গেল কোহলি
November 2, 2023

সচিন তেন্ডুলকরকে ছুঁয়ে ফেলার সুযোগ ছিল। কিন্তু দিলশান মধুশঙ্কার একটা স্লোয়ার….। বিরাট কোহলির সেঞ্চুরি থেকে ১২ রানের ব্যবধানে আউট হওয়ার ঘটনাটি ছিল একইরকম ভাগ্যের পরিহাস। এই মুহূর্তের জন্য যেন সেঞ্চুরিটা ‘তোলা রয়েছিল’। কে ভেবেছিল, শেষ মুহূর্তে আবারও এমন হবে?
ওয়াংখেড়েতে ম্যাচ শুরুর আগে এ দিন সচিনের সঙ্গে সাক্ষাৎ বিরাট কোহলির। দুই কিংবদন্তির সাক্ষাৎ জায়ান্ট স্ক্রিনে দেখতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন ক্রিকেট প্রেমীরা। বিরাট কোহলি যেভাবে ব্যাট করছিলেন, সকলেই ধরে নিয়েছিলেন সচিনের সামনেই কাঙ্খিত সেই রেকর্ড হয়ে যাবে। কিন্তু শুভমন গিল আউট হওয়ার পর তার মনসংযোগে ব্যাঘাত ঘটে। এরপর দিলশান মধুশঙ্কার একটি স্লোয়ারে তিনি ক্যাচ আউট হন।
এই ঘটনাটি ভারতীয় ক্রিকেটের ইতিহাসে একটি অন্যতম হতাশাজনক ঘটনা হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।