রাজ্যপাল-মুখ্যমন্ত্রীর হঠাৎ সাক্ষাৎ, আলোচনার বিষয় কী?

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যপাল সি ভি আনন্দ বোস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সাক্ষাৎ হতে চলেছে। এই সাক্ষাতের কারণ এখনও নিশ্চিত না হলেও, সম্প্রতি বিশ্বভারতীর ফলক বিতর্ক এবং মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতার সহ বেশ কিছু বিতর্কিত বিষয়ের উভয়ের মধ্যে আলোচনা হতে পারে বলে জল্পনা রয়েছে।

বিশ্বভারতীর ইননেস্কোর ফলকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম না থাকায় সম্প্রতি বিতর্ক শুরু হয়। এই বিষয়ে রাজ্যপাল সি ভি আনন্দ বোস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একই মেরুতে অবস্থান রয়েছে। রাজ্যপাল এই বিষয়ে কড়া বার্তা দিয়েছেন, অন্যদিকে মুখ্যমন্ত্রী বিশ্বভারতীর বর্তমান প্রধানের পদত্যাগ দাবি করেছেন। এই বিষয়ে উভয়ের মধ্যে সাক্ষাতে কোনও আলোচনা হয় কিনা, তা দেখার বিষয়।

রেশন দুর্নীতির অভিযোগে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে ইডি গ্রেফতার করেছে। এই বিষয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে বিরোধী দলগুলি অভিযোগ তুলেছে। এই বিষয়েও রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর মধ্যে আলোচনা হতে পারে বলে জল্পনা রয়েছে।

গত জুলাই মাসের ২৫ তারিখেও হঠাৎই রাজভবনে যেতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই দিনও আচমকা কেন রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রী সাক্ষাৎ করতে গিয়েছিলেন, তা নিয়ে শুরু হয় জোর জল্পনা। তবে ঘণ্টাখানেকের পর বৈঠক সেরে বেরিয়ে অবশ্য নিজেই রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের কারণ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই সময় তিনি জানান, বিধানসভা সংক্রান্ত বিষয়ে সৌজন্য সাক্ষাতের জন্যই রাজভবনে গিয়েছিলেন তিনি।