প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ছাত্রীকে কুপিয়ে খুনের চেষ্টা, দোকানদারও আহত

বীরভূমের সাঁইথিয়ায় প্রকাশ্য দিবালোকে কলেজ ছাত্রীকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল। অভিযোগ, এক যুবক ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেন। প্রত্যাখ্যান করায় তিনি তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে কোপতে থাকেন। পাশের দোকানদার তরুণীকে বাঁচাতে গিয়েও আহত হন। পুলিশ অভিযুক্ত যুবককে আটক করেছে।
স্থানীয় সূত্রে খবর, ওই ছাত্রী বুধবার কলেজ থেকে ফেরার পথে সাঁইথিয়ার তালতলা মোড়ে দাঁড়িয়ে ছিলেন। তখনই ওই যুবক তার পিছু নেন। প্রেমের প্রস্তাব দিলে ছাত্রী তা প্রত্যাখ্যান করেন। তখনই যুবক তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে কোপতে থাকেন। তরুণীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে যুবককে ধরে ফেলেন। পরে পুলিশ এসে তাকে আটক করে।
পুলিশ জানায়, অভিযুক্ত যুবকের নাম নাজিবুল হক। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তরুণীর অবস্থা আশঙ্কাজনক। তাকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়রা বলছেন, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এমন ঘটনা ঘটছে। এতে নারীরা অনিরাপদ বোধ করছেন।