বিশ্বকাপের মাঝেই বড় ধাক্কা! আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত ডেভিড উইলির

চলতি বিশ্বকাপে ফর্মে থাকা ইংল্যান্ডের তারকা পেসার ডেভিড উইলি বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন। বিশ্বকাপের মাঝেই অবসরের সিদ্ধান্তে উঠছে প্রশ্ন। দলের ব্যর্থতার দায় আর নিতে চান না তিনি?
চলতি বিশ্বকাপে ইংল্যান্ডের পারফরম্যান্স খুব একটা ভালো নয়। ছয় ম্যাচের মাত্র একটিতেই জিততে পেরেছে দলটি। এরই মধ্যে বিশ্বকাপের মাঝেই অবসরের ঘোষণা দিয়েছেন ডেভিড উইলি।
উইলি সামাজিক মাধ্যমে এক পোস্টে লিখেছেন, “ছোট থেকে স্বপ্ন দেখতাম দেশের হয়ে বিশ্বকাপ খেলব। সে স্বপ্ন পূরণ হয়েছে। তবে এ বার মনে হয় ফেরার সময় হয়েছে।”
তিনি আরও বলেন, “অনেক সম্মানের সঙ্গে জার্সিটা পরি। নিজের একশো শতাংশ দিয়ে দলকে সবসময় জেতাতে চেয়েছি। দেশের জার্সিতে খেলতে পেরে নিজেকে ভাগ্য়বান মনে করি।”
উইলি ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন। ওডিআইতে ৭০ ম্যাচে ৯৪ উইকেটের দেখা পেয়েছেন তিনি। উইলি অবসরের সিদ্ধান্তে অনেকেই অবাক হয়েছেন। অনেকে মনে করছেন, দলের ব্যর্থতার দায় আর নিতে চান না তিনি। অন্যদিকে, অনেকে মনে করছেন, তিনি নিজের সিদ্ধান্তে অটল।