জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস, বাড়বে ঠান্ডা

নভেম্বরের শুরুতেও কলকাতা-সহ রাজ্যের বেশিরভাগ এলাকায় বিশেষ পারাপতন দেখা যায়নি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৩ নভেম্বর থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি হতে পারে।

এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৪৪ থেকে ৯৪ শতাংশের আশেপাশে।

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, বঙ্গোপসাগর থেকে শীঘ্রই আরও বেশি মাত্রায় জলীয় বাষ্প ঢুকবে বাংলায়। সে কারণেই ৩ নভেম্বর বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে। পাশাপাশি ৪ নভেম্বর আবার উপকূলের কাছে জেলাগুলিতে বৃষ্টি হতে পারে।