ওডিআই র্যাঙ্কিংয়ে প্রথম স্থান দখল করলেন শাহিন আফ্রিদি, ব্যাটারদের তালিকায় শীর্ষে বাবর

পাকিস্তানের তারকা পেসার শাহিন আফ্রিদির অসামান্য পারফরম্যান্সের হাত ধরে ওডিআই বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছে পাকিস্তান। মঙ্গলবারই পাকিস্তানের বিরুদ্ধে দ্রুততম বোলার হিসাবে ১০০ ওডিআই উইকেট নেওয়ার নজির গড়েন শাহিন। আর তার পর দিনই তিনি প্রথম বার ওডিআই র্যাঙ্কিংয়ে বোলারদের তালিকার শীর্ষে উঠে এসেছেন। ব্যাটসম্যানদের ওডিআই র্যাঙ্কিংয়ে এখনও শীর্ষস্থান ধরে রেখেছে পাক অধিনায়ক বাবর আজম।
পাকিস্তান পরপর চার ম্যাচ হেরে পঞ্চম ম্যাচে জয়ে ফিরেছে মঙ্গলবারই। তবে দল হারলেও, শাহিন কিন্তু নিজের পারফরম্যান্স করে চলেছিলেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেট নিয়েছেন। দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে নিয়েছেন ৩টি করে উইকেট। বিশ্বকাপে এখনও পর্যন্ত যৌথ ভাবে সর্বোচ্চ উইকেটের মালিক আফ্রিদি। ৭ ম্যাচে নিয়েছেন ১৬ উইকেট। এক ম্যাচ কম খেলে অ্যাডাম জাম্পার উইকেট ১৬টি। আর বিশ্বকাপের পারফরম্যান্সের হাত ধরেই সাত ধাপ লাফিয়ে তিনি বোলারদের আইসিসি র্যাঙ্কিংয়ে প্রথম বারের মতো শীর্ষে উঠে এসেছেন। ৬৭৩ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থানের দখল নিয়েছেন আফ্রিদি।
গত সপ্তাহে র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা জোশ হেজেলউড নেমে গিয়েছেন দুই নম্বরে। তাঁর রেটিং পয়েন্ট ৭ কমে গিয়েছে। ৬৫৬ রেটিং পয়েন্ট নিয়ে তিনে আছেন মহম্মদ সিরাজ।
শাহিনের এই সাফল্য পাকিস্তানের জন্য একটি বড় স্বস্তির খবর। দলের পারফরম্যান্সে তিনি যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তা এই র্যাঙ্কিং দিয়ে প্রমাণিত হয়েছে। চলতি বিশ্বকাপে পাকিস্তান এখনও পর্যন্ত ৮ ম্যাচে ৫ জয় এবং ৩ পরাজয় নিয়ে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে। বৃহস্পতিবার তারা শ্রীলঙ্কার মুখোমুখি হবে।