BigNews: পুজোয় বন্ধ টোটো, শহরের যানজট কাটাতে বড় পদক্ষেপ নিলো সরকার

মেদিনীপুর শহরকে যানজটমুক্ত রাখতে পুজোর দিনগুলিতে টোটো চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মেদিনীপুর পুরসভা। নম্বরবিহীন টোটো ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে। আর ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত নম্বরযুক্ত ও নম্বরবিহীন, দুই ধরণের টোটো চলাচলই বন্ধ থাকবে।

পুরপ্রধান সৌমন খান জানিয়েছেন, নম্বরবিহীন কোনও টোটো ১১ অক্টোবর থেকে রাস্তায় চলবে না। আর ষষ্ঠী থেকে দশমী নম্বরযুক্ত ও নম্বরহীন, কোনও টোটোই চলবে না মেদিনীপুর শহরের রাস্তায়। পুলিশ-প্রশাসনকে কড়া নজর রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

টোটোচালকদের অভিযোগ, তাঁদের পরিবারের প্রতি দায়িত্ব কর্তব্য রয়েছে। সেক্ষেত্রে পুজোর আগে বা পুজোর সময় টোটোচালান বন্ধ করে দিলে, তাঁদের পরিবার চলবে কী করে?

রাজ্যের বিভিন্ন জায়গায় টোটো চলাচলে রাশ টানায় টোটোচালকদের মধ্যে ক্ষোভ রয়েছে। গত মঙ্গলবার হাওড়া ব্রিজে টোটোচালকদের মিছিলে কার্যত যান চলাচল স্তব্ধ হয়ে যায়।