KMC : বেআইনি নির্মাণ রুখতে কর্তব্যে গাফিলতি, পুরসভার ১৬ ইঞ্জিনিয়রকে শোকজ

কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের ১৬ জন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়র এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে বেআইনি নির্মাণ রুখতে কর্তব্যে গাফিলতির অভিযোগে শোকজ করা হয়েছে। এদের মধ্যে তিনজনকে সাসপেন্ডও করা হয়েছে।
মেয়র ফিরহাদ হাকিম শুক্রবার এই তথ্য জানান। তিনি বলেন, “শহরে বেআইনি নির্মাণের প্রবণতা আশি শতাংশ কমেছে। আমরা প্রচুর বাড়ি সাম্প্রতিক সময়ে ভেঙে দিয়েছি।”
মেয়র জানান, কলকাতা পুরসভার লক্ষ্য হচ্ছে শুরুতেই বেআইনি বিল্ডিং বন্ধ করা। তিনি বলেন, “এক দল প্রমোটর আছে যাঁরা বেআইনি ভাবে আবাসন বানিয়ে ফ্ল্যাট বিক্রি করে দেন। তারপর ওই সব ফ্ল্যাটে লোক বসবাস শুরু করে দেয়। মানবিকতার কারণে ওই বেআইনি বিল্ডিং নিয়ে কঠোর সিদ্ধান্ত গ্রহণে সমস্যা হয়।”
বেআইনি বিল্ডিং নির্মাণে যে সব ইঞ্জিনিয়র কলকাতা পুরসভার রোষে পড়েছেন তাঁরা শহরের ১৬টি বরোর বিভিন্ন অফিসে কর্তব্যরত ছিলেন।
মেয়র বলেন, “শহরে বেআইনি নির্মাণ বন্ধের জন্য বরো অফিসে কর্তব্যরত সাব অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়রদের এলাকায় ঘুরে-ঘুরে নজর রাখার কথা আগেই জানিয়েছিলাম। কিন্তু তাঁরা সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন।”
পুরসভার বিল্ডিং বিভাগের সক্রিয়তায় বেআইনি নির্মাণের প্রবণতা কমেছে বলে পুর আধিকারিকরা স্বীকার করেছেন। তবে বেআইনি নির্মাণ কলকাতা শহরে যে একটা বড় সমস্যা তার প্রমাণ এদিনও পাওয়া গিয়েছে টক টু মেয়র অনুষ্ঠানে।
মেয়র জানান, “আগের তুলনায় বিল্ডিং প্ল্যানের অনুমোদন করা আমরা অনেক সহজ করে দিয়েছি। তাই এখন আর বেআইনিভাবে বিল্ডিং বানানোর কোনও প্রয়োজন নেই।”