BigNews: আসামের চ্যানেল হ্যাক, লাইভে উড়লো পাকিস্তানি পতাকা

আসাম রাজ্যের জনপ্রিয় অনলাইন সংবাদ চ্যানেলে সরাসরি চলাকালে তা হ্যাক করা হয়েছে। টাইম৮-এর লাইভে হঠাৎ ভেসে ওঠে পাকিস্তানি পতাকা, চালু হয়ে যায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে গাওয়া একটি নাতে রাসুল। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে আজ রোববার এ তথ্য জানানো হয়।

চ্যানেল কর্তৃপক্ষ এ ঘটনায় গুয়াহাটি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে। অভিযোগে সাইবার হামলার মাধ্যমে অবৈধভাবে জোরপূর্বক নিজের ধর্মের প্রচারের চেষ্টার কথা বলা হয়েছে।

টাইম৮ চ্যানেল হ্যাক করার ঘটনায় ‘রেভল্যুশন পিকে’ নামের পাকিস্তানভিত্তিক হ্যাকিং গ্রুপকে দায়ী করা হচ্ছে। গত বৃহস্পতিবার সরাসরি সংবাদ চলাকালে হঠাৎ হ্যাক করা হয় চ্যানেলটি।

টাইম৮ চ্যানেলের ইউটিউব চ্যানেলে ৭০ লাখের বেশি সাবস্ক্রাইবার রয়েছে। আসামের রাজ্যভিত্তিক সংবাদ প্রকাশে বেশ জনপ্রিয়তা রয়েছে চ্যানেলটির। মাসে ৬০ কোটির বেশি ভিডিও ভিউ রয়েছে তাদের।

টাইম৮ ডিজিটাল নিউজ নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক উৎপল কান্তা বলেন, পাকিস্তানি হ্যাকার গ্রুপ রেভল্যুশন পিকে অল্প সময়ের জন্য টাইম৮-এর ইউটিউব চ্যানেল লাইভস্ট্রিম হ্যাক করেছিল। পাকিস্তানি পতাকা ওড়ানো হয় এবং মহানবীকে নিয়ে সংগীত চালু করা হয়। এটি সাইবারসন্ত্রাস, আমরা এ ঘটনার নিন্দা জানাই। এটি জাতীয় নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট।’