বিয়ের জন্য পাত্র খুঁজছেন মিঠাই! তবে পাত্রের থাকতে হবে এই বিশেষ গুণ গুলি? নিজেই জানালেন সৌমিতৃষা

বাংলা বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। ছোট পর্দার দর্শকদের কাছে তিনি ‘মিঠাই’ নামে পরিচিত। জি বাংলার ‘মিঠাই’ সিরিয়ালের হাত ধরেই বাংলার দর্শকদের ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন অভিনেত্রী।

‘মিঠাই’ সিরিয়ালের মত জনপ্রিয়তা আজ পর্যন্ত কোন ধারাবাহিক দিতে পারেনি তাঁকে। তাই টেলিভিশনের পর্দায় সম্প্রচার শেষ হলেও আজও সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পর্দার মিঠাইরানীর অসংখ্য ফ্যান পেজ।

ছোট পর্দায় তাঁর সাথে সিড অভিনেতা আদৃত রায়ের রসায়ন ছিল নজর কাড়া। দর্শকমহলে তাঁদের এই জুটি এতটাই হিট হয়েছিল যে একসময় দর্শকরাও ভেবেই নিয়েছিলেন তাদের পর্দার প্রেম গড়িয়েছে বাস্তবে।

কিন্তু বাস্তবে আদৃতের প্রেমিকা ওই সিরিয়ালেরই দিদিয়া অভিনেত্রী কৌশম্বি চক্রবর্তী। যা নিয়ে একসময় বিতর্কের জল গড়িয়েছিল বহুদূর। তবে সেসব এখন অতীত।

অন্যদিকে এখনো পর্যন্ত সিঙ্গেল রয়েছেন মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা। তবে বসবে কেমন পাত্র পছন্দ নায়িকার? সম্প্রতি এপ্রসঙ্গে এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন ‘বিয়ের জন্য তাঁর ডাক্তার পাত্রই পছন্দ’।

তবে শুধু ডাক্তার হওয়াই যথেষ্ট নয়। কেয়ারিং স্বভাবের পাশাপাশি বৌকে ভালোবেসে রান্না করেও খাওয়াতে হবে বলে জানিয়েছেন সৌমিতৃষা।

সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, “একবার আমি মিঠাইয়ের সেটেই অসুস্থ হয়ে পড়েছিলাম। তখন সেখানে একজন ডাক্তার ডাকা হয়েছিল। আমি ভেবেছি হয়ত কোনও হ্যান্ডসম ডাক্তার আসবেন। কিন্তু এসেছিলেন ডাক্তার কাকু। সেই থেকেই আমি মনে মনে ঠিক করে নিয়েছি যে আমি কোনো হ্যান্ডসাম দেখতে ডাক্তারকেই বিয়ে করব।”

প্রসঙ্গত, ছোট পর্দার গণ্ডি পেরিয়ে সদ্য বড় পর্দায় পা রেখেছেন মিঠাই। বর্তমানে টলিউড সুপারস্টার দেব-এর সাথে আসন্ন সিনেমা ‘প্রধান’-এর শুটিং এর জন্য উত্তরবঙ্গে রয়েছেন অভিনেত্রী। সেখান থেকেই শুটিংয়ের ফাঁকে মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়া আপডেট দিতে দেখা যাচ্ছে নায়িকাকে।

সৌমিতৃষার বিয়ের স্বপ্ন সম্পর্কে আপনার মতামত কী?