OMG! ঝড়ে উড়ে গিয়ে রাস্তায় পড়লেন তরুণী, দেখেনিন ভয়ঙ্কর ভাইরাল ভিডিও

ঝড় যে কত ভয়ঙ্কর হতে পারে, তার সাম্প্রতিক নিদর্শন ধরা পড়েছে চীন ও হংকংয়ে। সম্প্রতি দক্ষিণ চীন ও হংকংয়ে আঘাত হেনেছে সুপার টাইফুন ‘সাওলা’। সেই সময় ঝড়ের গতিবেগ ছিল প্রতি সেকেন্ডে ২৮ মিটার।
ঝড় ঘিরে সর্বত্রই সতর্কতা জারি করা হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে। তার পরও নানা ক্ষয়ক্ষতি হয়েছে দেশটিতে। শক্তিশালী ঝড়ের তাণ্ডবের নানা মুহূর্ত ক্যামেরাবন্দি হয়েছে। তার মধ্যে একটি ভিডিও দেখে আঁতকে উঠেছেন অনেকেই।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গেছে, হংকংয়ে প্রচণ্ড ঝড়ের মধ্যে রাস্তার ফুটপাথ ধরে হাঁটছিলেন এক তরুণী। বাতাসের তীব্রতা সামলাতে না পেরে রাস্তায় ছিটকে পড়েন তিনি। শুনশান রাস্তার মধ্যে কোনওরকমে সামলে উঠে বসেন তরুণী। কিন্তু ঝড়ের দাপটের জেরে উঠে দাঁড়াতে পারেননি। সাত সেকেন্ডের এই ভিডিও দেখে শিউরে উঠেছেন অনেকে।
ভিডিওটি দেখুন…
WATCH: Woman slammed onto the ground due to extremely powerful winds due to Typhoon Saola
— Insider Paper (@TheInsiderPaper) September 1, 2023
সূত্র: লেটেস্টলি ডটকম, আনন্দবাজার