“ইন্ডিয়া নামটা সারা বিশ্ব চেনে, হঠাৎ দেশের নামটা চেঞ্জ হয়ে যাবে”-‘ভারত’ ইস্যুতে মুখ খুললেন মমতা

ভারতের নাম বদলে ভারত রাখতে চায় মোদী সরকার। আগামী ১৮ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত সংসদে যে বিশেষ অধিবেশন ডেকেছে কেন্দ্র, সেই অধিবেশনেই এই প্রস্তাব আনা হতে পারে।
সংবিধানে সংশোধনী এনে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত নামটি প্রতিস্থাপন করা হবে। বর্তমানে ভারতের আনুষ্ঠানিক নাম “Republic of India”। এই নামটি বদলে “Bharat” রাখার প্রস্তাব করা হচ্ছে।
মোদী সরকারের এই পদক্ষেপকে তীব্র কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, “ভারত তো আমরাও বলি। মনে নেই? ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো… এতো নতুন করে কিছু করার নেই। কিন্তু ইন্ডিয়া নামটা সারা বিশ্ব চেনে। হঠাত্ এমন কী হল, আজকে দেশের নামটাও চেঞ্জ হয়ে যাবে। কবে দেখবো, কবি ঠাকুরের নাম চেঞ্জ হয়ে যাবে। বিশ্ববিদ্যালয়গুলির সব নাম বদলে দিচ্ছে। বড় বড় ঐতিহাসিক সৌধ, তার নাম বদলে দিচ্ছে। ইতিহাসকে পরিবর্তন করে দিচ্ছে।”
মোদী সরকারের এই পদক্ষেপের ফলে ভারতের আন্তর্জাতিক পরিচয়ের ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে। এটি ভারতের ইতিহাস এবং ঐতিহ্যের উপরও প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।