বিয়ের পণের বকেয়া টাকা চাইতে গিয়ে বিপাকে নতুন জামাই, বেঁধে রাখলেন শ্বশুর বাড়ির লোকেরা

মালদার ইংরেজবাজার থানার বুধিয়া বিশ্বাসপাড়া এলাকায় ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা। পণের বকেয়া টাকা চাইতে গিয়ে শ্বশুরবাড়ির লোকজন জামাইকে শিকলে বেঁধে রেখেছে। জামাইয়ের নাম আক্রম আলি।
জানা গেছে, মাত্র ২৫ দিন আগে জুবাইদা বিবির সঙ্গে আক্রম আলির বিয়ে হয়েছিল। বিয়ের সময় ৯০ হাজার টাকা পণ দেওয়ার কথা হয়েছিল। কিন্তু, জুবাইদার পরিবারের আর্থিক অবস্থা ভালো না হওয়ায় পণের সম্পূর্ণ টাকা দিতে পারেনি। বিয়ের দিন ৫০ হাজার টাকা দেওয়া হয়েছিল।
বিয়ের পর থেকেই স্বামী আক্রম আলির বিরুদ্ধে জুবাইদা বিবির ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ ওঠে। এমনকি টাকার জন্য জুবাইদাকে শ্বাসরোধ করে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
অত্যাচারে অতিষ্ঠ হয়ে জুবাইদা বিবি শ্বশুর বাড়ি থেকে পালিয়ে বাপের বাড়িতে চলে আসেন। এরপর পণের বাকি টাকা নিতে শ্বশুর বাড়িতে পৌঁছায় আক্রম।
আক্রম বাড়িতে পৌঁছানোর পরই শ্বশুরবাড়ির লোকজন তাকে শিকলে বেঁধে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জামাইকে উদ্ধার করে।
এই ঘটনায় জুবাইদা বিবি তার স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন।