“বেতন বন্ধ করে দেবে, দেখি কি করে মাইনে দেন?”- রাজ্যপালকে হুঁশিয়ারি অগ্নিকন্যা মমতার

শিক্ষক দিবসে কলকাতার রবীন্দ্র সদনে আয়োজিত এক অনুষ্ঠানে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপালের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, রাজ্যপালের সঙ্গে আলোচনা না করে উপাচার্য নিয়োগ করা হবে না। যদি তা হয়, তাহলে রাজ্য সরকার অর্থনৈতিক বাধা তৈরি করবে।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “রাজ্যপাল একা কলেজে, বিশ্ববিদ্যালয়ে যা খুশি তাই করছেন। মধ্যরাতে উপাচার্য বদল করে দিচ্ছেন। কেরালার লোককে এনে অধ্যাপক করছেন। আমি রাজ্যের শিক্ষাব্যবস্থাকে বাঁচাতে রাজভবনের সামনে ধরনায় বসব।”
তিনি আরও বলেন, “রাজ্যর সঙ্গে আলোচনা না করে উপাচার্য নিয়োগ করা হলে, রাজ্য সরকার কলেজ-বিশ্ববিদ্যালয়ে বেতন বন্ধ করে দেবে। দেখি উপাচার্যকে কী করে মাইনে দেন। অধ্যাপক, শিক্ষকদের কী করে মাইনে দেন দেখব। এখানে টিট ফর ট্যাট।”
তিনি বলেন, “কেরালার লোককে এনে অধ্যাপক করুন না আমার কোনও আপত্তি নেই। কিন্তু এটা কী! ব্রাত্য ও মণীশকে বলব প্লিজ টেক কেয়ার। আমি একটাই কথা বলব, আপনি যা করছেন, তা যদি কোনও কলেজ বিশ্ববিদ্যালয় শুনে চলে আমি অর্থনৈতিক বাধা সৃষ্টি করব। দেখি উপাচার্যকে কী করে মাইনে দেন। অধ্যাপক, শিক্ষকদের কী করে মাইনে দেন দেখব। এখানে টিট ফর ট্যাট।”
মমতার এই হুঁশিয়ারির পর রাজ্য রাজ্যপাল সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।