রেলস্টেশনের ফ্রি ওয়াইফাইতে দেদার পর্ন ডাউনলোড! সবচেয়ে এগিয়ে কোন স্টেশন?
June 10, 2022

যাত্রীদের সুবিধার্তে দেশের বিভিন্ন স্টেশনে চালু করা হয়েছে ফ্রি ওয়াইফাই ব্যবস্থা। আর সেই বিনামূল্যে পাওয়া ওয়াইফাই ব্যবহার করে স্টেশনের অপেক্ষমান বেশিরভাগ যাত্রী করছে পর্ন সিনেমা ডাউনলোড। এমনি খবর প্রকাশিত হয়েছে ‘রেলটেল’ এ।
মূলত রেল-ওয়ার নামক যে ওয়াইফাই চালু রয়েছে তা মূলত চালায় রেলটেল নামক সংস্থা। ওই সংস্থা থেকে পাওয়া সূত্রের খবর অনুযায়ী সবথেকে বেশি পর্ন সিনেমা ডাউনলোড হয়েছে সেকেন্দরাবাদ স্টেশনে। তারপরেই রয়েছে যথাক্রমে হায়দরাবাদ, বিজয়ওয়াড়া ও তিরুপতি স্টেশন।
সূত্রে পাওয়া আরও খবর অনুযায়ী সেকেন্দ্রাবাদ ও বিজওয়ারে ওয়াইফাই থেকে প্রাপ্ত ইন্টারনেটের ৩৫ শতাংশই ব্যবহার করা হয়েছে পর্ন ডাউনলোড করার জন্য। তবে সরকারি ভাবে এই বিষয়ে এখনো কোনও মন্তব্য পাওয়া যায়নি।