আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসক তিলোত্তমা ধর্ষণ ও হত্যা মামলায় আজ সোমবার সাজা ঘোষণা করা হবে। গত শনিবার এই মামলায় একমাত্র সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়েছে। শিয়ালদহ অতিরিক্ত দায়রা আদালতের বিচারক অনির্বাণ দাস আজ সঞ্জয়ের সাজা ঘোষণা করবেন। রায় ঘোষণার আগে সঞ্জয়কে আত্মপক্ষ সমর্থনে কিছু বলার সুযোগ দেওয়া হবে।
তিলোত্তমার বাবা-মা এখনও তাদের দাবিতে অনড়। তাদের বিশ্বাস, সঞ্জয় একা এই অপরাধে জড়িত নয়, আরও অনেকে এর সাথে যুক্ত আছে। সোমবার সকালে তারা শিয়ালদহ কোর্টে পৌঁছেছেন। দুপুর সাড়ে ১২টায় রায় ঘোষণার কথা। তার আগে তিলোত্তমার বাবা বলেন, “আরও অনেকে যুক্ত আছে। সবাই শাস্তি পাবে। তার জন্য যতদূর লড়তে হয় লড়ব।” তারা দোষীর মৃত্যুদণ্ড দাবি করেছেন।
তিলোত্তমার পরিবারের মতে, আজকের রায় তাদের আইনি লড়াইয়ের প্রথম ধাপ। তারা মনে করেন, “সঞ্জয় ছাড়া বাকি দোষীদের বাঁচানোর চেষ্টা করছেন স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্যমন্ত্রী।” তারা এই বিষয়ে আইনি লড়াই চালিয়ে যাওয়ার সংকল্প ব্যক্ত করেছেন। তিলোত্তমার মা অভিযোগ করেন, “আরও যারা আছে, তাদেরকে প্রভাবশালীরা আড়াল করতে চাইছে। অভিযুক্ত সন্দীপ ঘোষকে এখনও তাঁর পদে বহাল রাখা হয়েছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্যসচিবের হাত আছে সন্দীপ ঘোষের মাথায়। তাই ছাড় পেয়ে যাচ্ছেন উনি।”
তাদের এই বক্তব্য থেকে স্পষ্ট, তারা শুধু সঞ্জয়ের শাস্তি চান না, বরং এই ঘটনার সাথে জড়িত সকলের শাস্তি চান। তারা মনে করেন, প্রভাবশালী মহলের হস্তক্ষেপে প্রকৃত দোষীরা আড়াল হয়ে যাচ্ছে। তাদের এই লড়াই কতদূর গড়ায়, সেটাই এখন দেখার বিষয়।